Woe-men

A work by Barbara Kruger (1981) ঘটনাটা ছোট। ২০১৭-র । একটা দোকানে গিয়েছিলাম। দোকানের TV-টা চালানো। একটা অনুষ্ঠান হচ্ছে। সঞ্চালনায়ে অভিনেত্রী শ্রাবন্তি। দোকানের দুই মালিকের এক মালিক বলে উঠল, “ধুর! শ্রাবন্তিকে ভাল লাগেনা, আমার শুভশ্রীকেই ভালো লাগে।” সাথে সাথে আর একজন বলে উঠল, “হ্যাঁ! শুভশ্রীর ফিগারটা হেভি! একটা ব্যাপার আছে। ছোট, বড় সব জামাকাপড়েই মানায়।” আমার পাশে দাঁড়ানো একজন তাদের সাথেই সুর মিলিয়ে নিজের বক্তব্য রাখলো, “ঠিক, তবে শ্রাবন্তির গজ দাঁতটি আমার খুব ভালো লাগে। মেয়েদের গজ দাঁত থাকলে আলাদা চার্ম।” I preferred writing down this extremely deep conversation about women’s body in Bangla, quoting verbatim, because I didn't want to invest time translating filth from one language to the other. For those who can’t read Bangla, it’s a conversation among nine or ten men talking about women's bodies (in this case, two Bengali actresses in partic...