Posts

Showing posts from 2017

Bullying-এর শিকার

সম্প্রতি একটি সংস্থার সাথে যুক্ত হয়েছি। নাম, The Narrative Bridges। সংস্থাটির মূল উদেশ্য আমাদের নানান সামাজিক পীড়ার বিরুদ্ধে সচেতন করবার। সেটারই কিছু বিষয় নিয়ে ভাবতে ভাবতে bullying-এর প্রসঙ্গ এলো। রোজ রোজ কতজন এর শিকার হয়।  ভাবছি যে আমি স্কুলে থাকাকালিন যদি এরকম একটি সংস্থার সন্ধান পেতাম তাহলে খুবই উপকার হতো। সে যখন পাইনি আর ভেবে লাভ নেই। জীবনের প্রথম কয়েক বছর বিদেশে থাকার দরুন বাংলা ভাষাটা তেমন রপ্ত করে উঠতে পারিনি। যদিও বাড়িতে মা, বাবা, ঠাকুমা সকলেরই বাংলাতেই কথোপকথন চলতো। বছর সাতেক বয়সে যখন ভারতে ফিরলাম, তখন সামনের এক বছর সকাল বিকেল শুধু বাংলা শিখলাম, পড়লাম, আর লিখলাম। আমাদের এই ছোট শহরে তখন একটিই মাত্র WBSE board-এর English medium স্কুল, অগত্যা সেই স্কুলেই ভর্তি হতে কিছুটা বাধ্য হলাম। কিছু বিছিন্ন ঘটনা বাদে, আমি এই স্কুলে যে আট-টি বছর কাটিয়েছি, বা বলা ভালো কাটাতে বাধ্য হয়েছি, তার অভিগ্যতা খুবই তিক্ত । আমি bullying-এর শিকার ছিলাম। তখন যদিও অনেকেই এটিকে নিতান্তই একটি “fancy word” বলে ভাবতো।  ছোট কয়েকটি ঘটনার কথা উল্লেখ করবো, যে ক’টি মনে এতটাই দাগ কেটে দিয়েছিলো যে এত বছর পর...

Maa's little miracles!

Image
                                             I never believed in miracles. Not even as a child. But if there’s something I have learnt from the last few years, it is believing in miracles. And I have one person to thank. Maa. When she was diagnosed with brain cancer in July 2013, she made me believe in miracles, and that helped me get through the Time. Today, on my way to college, I suddenly realize how much I miss the bits and pieces of those moments of miracle. Maa being cured of the big C was never something I prayed for to happen in the form a miracle. In fact, I couldn’t make myself to pray, I still can’t. I’m jealous of those who can do it so effortlessly.    In those almost two years that Maa was a “certified” cancer patient, miracles made up my days. Hearing the much awaited “Operation Successful” from the surgeons after waiting outside the OT for long ho...

Remembering Maa...in fragments.

Today’s Facebook 'memory feed' reminded me of an important event of a friend. Two years back. In Kolkata. Two years back when I was staying with Maa at the Nursing Home. By that time the big C had already taken away Maa’s ability to talk (and walk), but not her sense of humour! She communicated well through glancing, staring, and mostly blinking!  So, two years back, on this day, when I was a tad bit late reaching Maa’s room from the friend’s event, I got the stare of my life. Maa kept staring with her glaring eyes, which could easily be translated to “সাপের পাঁচ পা দেখেছো ???”  I have grown up seeing সাপের পাঁচ পা on various occasions, for instance , when I couldn’t cram up a history answer on the Great Wall of China (that was in class III), “সাপের পাঁচ পা দেখেছো ?” ; when I had no clue how to solve a math problem (I’m still clueless) “সাপের পাঁচ পা দেখেছো ?” ; when I couldn’t let go of my Walkman, “সাপের পাঁচ পা দেখেছো ?” ; when I had worn one of Maa’s perfectly dry-washe...