Bullying-এর শিকার
সম্প্রতি একটি সংস্থার সাথে যুক্ত হয়েছি। নাম, The Narrative Bridges। সংস্থাটির মূল উদেশ্য আমাদের নানান সামাজিক পীড়ার বিরুদ্ধে সচেতন করবার। সেটারই কিছু বিষয় নিয়ে ভাবতে ভাবতে bullying-এর প্রসঙ্গ এলো। রোজ রোজ কতজন এর শিকার হয়। ভাবছি যে আমি স্কুলে থাকাকালিন যদি এরকম একটি সংস্থার সন্ধান পেতাম তাহলে খুবই উপকার হতো। সে যখন পাইনি আর ভেবে লাভ নেই। জীবনের প্রথম কয়েক বছর বিদেশে থাকার দরুন বাংলা ভাষাটা তেমন রপ্ত করে উঠতে পারিনি। যদিও বাড়িতে মা, বাবা, ঠাকুমা সকলেরই বাংলাতেই কথোপকথন চলতো। বছর সাতেক বয়সে যখন ভারতে ফিরলাম, তখন সামনের এক বছর সকাল বিকেল শুধু বাংলা শিখলাম, পড়লাম, আর লিখলাম। আমাদের এই ছোট শহরে তখন একটিই মাত্র WBSE board-এর English medium স্কুল, অগত্যা সেই স্কুলেই ভর্তি হতে কিছুটা বাধ্য হলাম। কিছু বিছিন্ন ঘটনা বাদে, আমি এই স্কুলে যে আট-টি বছর কাটিয়েছি, বা বলা ভালো কাটাতে বাধ্য হয়েছি, তার অভিগ্যতা খুবই তিক্ত । আমি bullying-এর শিকার ছিলাম। তখন যদিও অনেকেই এটিকে নিতান্তই একটি “fancy word” বলে ভাবতো। ছোট কয়েকটি ঘটনার কথা উল্লেখ করবো, যে ক’টি মনে এতটাই দাগ কেটে দিয়েছিলো যে এত বছর পর...